সুনামগঞ্জের শাল্লা উপজেলায় স্রোতে পড়ে নিখোঁজ মা দুর্লভ রানীর (৩০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও নিখোঁজ দুই শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টা ১৫ মিনিটে ছায়ার হাওরের মাউথি বাঁধ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ-সংলগ্ন সেতুতে উঠতে সড়কের ভাঙা পারাপারের সময় নিখোঁজ হন।
দুর্লভ রানীর স্বামী রথীন্দ্র দাশ বলেন, সোমবার সন্ধ্যার আমার স্ত্রী শাল্লা সদরে আসছিল। পরে একই দিন রাতে সে বাড়ি ফিরেনি। তাদের কোনো খোঁজ পাচ্ছিলাম না। পরে জানতে পারি নিখোঁজের সংবাদটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব জানান, নিখোঁজ হওয়া মা দুর্লভ রানীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ দুই শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধার চেষ্টা করছে ফায়ার সার্ভিস।