রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ আজ। নিয়ম মাফিক সোমবার (১৯ জুন) রাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা।
রাজশাহী সিটিতে চার মেয়র প্রার্থীর মধ্যে প্রচারের শেষদিন পর্যন্ত মাঠে এখন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙল) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএমের তালিকায় প্রতীকসহ প্রার্থীদের নাম থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) নির্বাচন বর্জন করেছেন।
প্রার্থীরা সবাই নিজ নিজ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর এলাকার রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। বুধবার সকাল ৯টায় তার ভোট দেওয়ার কথা রয়েছে।
জাপার মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকার আটকশি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। সকাল ১০টার দিকে তার ভোট দেওয়ার কথা রয়েছে। আর জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার নগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতমখাঁ মুসলিম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। বেলা ১১টায় তিনি ভোট দিতে কেন্দ্রে যাবেন।
এরিমধ্যে কেন্দ্রে কেন্দ্র নির্বাচনী উপকরণ পাঠানোসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার নগরীর ৩০টি ওয়ার্ডের ১৫৫টি ভোটকেন্দ্রের প্রত্যেকটিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে চলবে ভোটগ্রহণ।
রাজশাহী মহানগর পুলিশের গণমাধ্যম বিষয়ক মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রফিকুল আলম জানান, সিটির ১৫৫ কেন্দ্রে তিন স্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৪ হাজার সদস্য কাজ করবে। এর মধ্যে বিভিন্ন কেন্দ্রে থাকবে সাড়ে তিন হাজারের বেশি পুলিশ।
রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানিয়েছেন, কেন্দ্রের বাহিরে স্ট্রাইকিং ফোর্স হিসাবে ২৫০ জন র্যাব সদস্য মাঠে থাকবে। এছাড়া ভোটের মাঠে থাকবে ৭ প্লাটুন বিজিবি।
রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৫৫। এরমধ্যে ১৪৮টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ ও নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। নির্বাচনে ২৯ ওয়ার্ডে ১১২ জন কাউন্সিলর প্রার্থী ও ১০ সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৬ জন নারী কাউন্সিলর প্রার্থী।
রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে এবার ১৫৭ ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১১১ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত আসনের ১০টি ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৪৬ নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী মহানগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য সুলতানা আহমেদ সাগরিকাও রয়েছেন। অপরদিকে, মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম নামের এক প্রার্থী এরই মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, রাজশাহী সিটিতে এবার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।