নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নম্বর ওয়ার্ডের আজাহারের ছেলে মাসুদ (২১) ও বাদল মিয়ার ছেলে বাবলু (২৫)
শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রায়হান ও জয়নাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এরই জেরে ধরে শুক্রবার বিকেলে চনপাড়ায় দুই গ্রুপের সংঘর্ষ হয়।
চনপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এক ঘণ্টার চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত গত ১১ এপ্রিল জয়নাল, শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন তিনজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হন। এরপর ১১ মে সংঘর্ষে সৈয়দ নামের একজন গুলিবিদ্ধসহ তিন পক্ষের ২৪ জন আহত হন।