ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পানছড়ি সীমান্ত সড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ , ১০:০২ পিএম


loading/img
ছবি : আরটিভি

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত সড়কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সীমান্ত সড়কের কাজ করা দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ উপজেলার লোগাং ইউপির খাড়বিল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সীমান্ত সড়কের কাজ থেকে বাড়ি ফেরার পথে লোগাং ইউপির খাড়বিলে দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে পেছন থেকে ব্রাশফায়ার করলে দুজন গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তদের হামলার ঘটনায় রমজান আলী নামের চালক অক্ষত রয়েছেন। তবে আহত দুজন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনার পরপরই ঘটনাস্থলে বিজিবি গিয়ে শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন পানছড়ি কালানাল এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আবদুল রশীদ (৩৭) ও উল্টাছড়ি ইউপির মধ্যনগর এলাকার মধু সাহার ছেলে আঙ্গুর মিয়া (৩২)।

এ ছাড়া ড্রাইভার রমজান আলী অক্ষত রয়েছেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক হাসান পারভেজ জানান, রোগীর গায়ে গুলি থাকায় প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পর তাদের জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |