ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

নানাবাড়িতে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৬ জুন ২০২৩ , ০৮:১৬ এএম


loading/img
ফাইল ছবি

বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৫ জুন) রাতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের মইমুনা (৩) ও সদর উপজেলার বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪)। দুজন সম্পর্কে খালাতো বোন। তারা নানা আবদার শেখের বাড়ি বেড়াতে এসেছিল।

বিজ্ঞাপন

নিহতদের নানা আবদার শেখ জানান, মইমুনা বেশ কিছুদিন ধরে আমাদের এখানে থাকতো। তিন দিন আগে আফছা বেড়াতে আসে। রোববার দুপুরে দুই বোন বাড়ির সামনে দোকানের দিকে যায়। প্রায় আধাঘণ্টা পরেও ফিরে না আসায় তাদের খোঁজা শুরু হয়। পরে পুকুরপাড়ে জুতা দেখে তল্লাশি চালিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, রোববার দুপুরে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিকভাবে শিশুদের দাফন হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |