বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মো. নাছির শেখ নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত নাছির শেখ উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, দুপুরে নিজ বাড়ির পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলেন নাছির শেখ। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরটিভি/এএএ