ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিয়ের গেটে টাকা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ভোলা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০১ জুলাই ২০২৩ , ১২:০১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ভোলায় বিয়ের গেটে বর যাত্রীদের কাছে পাঁচ হাজার টাকা দাবি করাকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে বর-কনের বাবাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার জামিরালতা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভোলার মুসলিমপাড়ার জাকির হোসেনের ছেলে শরিফের সঙ্গে জামিরালতা এলাকার হারুন মিয়ার মেয়ে নুপুরের দুই মাস আগে বিয়ে হয়। শুক্রবার দুপুরে কনেকে শ্বশুরবাড়িতে তুলে নেওয়ার কথা ছিল। এ জন্য কনের বাড়িতে আপ্যায়নের আয়োজন করা হয়। বরকে অভ্যর্থনা জানাতে গেটে লাল ফিতা কেটে অতিথিদের ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয়। কিন্তু গেটে কনেপক্ষ বরের কাছে পাঁচ হাজার টাকা চাইলে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটিসহ হট্টগোল বাধে। 

বিজ্ঞাপন

একপর্যায়ে দুইপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারধরসহ চেয়ার-টেবিল আসবাবপত্র ভাঙচুর করা হয়। অতিথি আপ্যায়নের জন্য তৈরি করা দুপুরের খাবারও ফেলে দেওয়া হয়। এতে কনের বাবা হারুন এবং বরের বাবা জাকির হোসেনসহ দুইপক্ষের ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা মডেল থানার ওসি শাহিন ফকির বলেন, বিয়ে বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |