ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ জুলাই ২০২৩ , ০১:২১ পিএম


loading/img
ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২ জুলাই) দুপুরে বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরে ৫ দিনের আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরবর্তী সপ্তাহের শনিবার (১ জুলাই) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সে হিসাবে রোববার থেকে পুনরায় বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল থেকে দুই দেশের পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করছে।  

বিজ্ঞাপন

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মুরহাসান কবির গণমাধ্যমকে বলেন, ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা চালু ছিল। কোনো রকম যাত্রী ভোগান্তি এড়াতে সব প্রস্ততি নেওয়া হয়।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |