ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৩ জুলাই ২০২৩ , ০৩:৫২ পিএম


loading/img

লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় রাতুল (২৮) ও তানিম (২১) নামে দুইজন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী বাজারের পূর্বে ও রাতে রায়পুরের ভূঁইয়া রাস্তার মাথা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

রাতুল কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক ছিলেন।

বিজ্ঞাপন

তানিম রায়পুর বুলেট মাইকের স্বত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের ছেলে।

স্থানীয়রা জানায়, চৌমুহনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রাতুলের মৃত্যু হয়।
 
অপরদিকে, মোটরসাইকেলযোগে তানিম রায়পুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষে হয়। এতে মোটরসাইকেলসহ তিনি রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যান। পরে স্থানীয়রা খাল থেকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষণা করেন।
 
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, গাড়ি দুটি এবং মরদেহ পুলিশের হেফাজতে আছে। ট্রাক চালক পালিয়ে গেছে। নিহত রাতুলের দেশের বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের আবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |