ছুটিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি গিয়েছিলেন? এখনই যা করতেই হবে

আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১১:৩৩ এএম


ছুটিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি গিয়েছিলেন? এখনই যা করতেই হবে

ঈদের ছুটিতে ব্যস্ত শহর ছেড়ে  যানজট ও সময় সাশ্রয়ের জন্য অনেকেই মোটরসাইকেল চালিয়ে দূরদূরান্তে ছুটে যান পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। মোটরসাইকেলের বেশি কিছু যন্ত্রাংশ খুবই সংবেদনশীল। বিশেষ যত্ন না পেলে সেগুলো দ্রুত অকেজো হয়ে যায়। এজন্য দীর্ঘ পথ পাড়ি শেষে প্রিয় বাইকটিরও প্রয়োজন সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ। এ ছাড়া মোটরবাইকের গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা ও পরিষ্কার করলে এর কার্যকারিতা বাড়ে পাশাপাশি বাইক রক্ষণাবেক্ষণের খরচও কমে যায়। তাই ফিরেই কিছুটা সময় মোটরসাইকেলের যত্ন নিন—

বিজ্ঞাপন

চলুন জেনে নেয়া যাক লং ট্যুর শেষে মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণে যা করবেন—

বিজ্ঞাপন

ইঞ্জিন অয়েল চেক ও পরিবর্তন করুন: দীর্ঘ পথের যাত্রায় ইঞ্জিনে ধুলাবালি জমতে পারে, যা অয়েলকে দূষিত করে তোলে। তাই, প্রয়োজনে এখনই নতুন অয়েল দিয়ে ইঞ্জিনের যত্ন নিন যাতে তার কার্যক্ষমতা ঠিক থাকে।

এয়ার ফিল্টার পরিবর্তন: মোটরসাইকেলের এয়ার ফিল্টার একটা নির্দিষ্ট সময় পর পরিবর্তন করা উচিত। কারণ, এয়ার ফিল্টার ইঞ্জিনে প্রবেশের পথে বাইরের বাতাসকে বিশুদ্ধ করে দেয়। এয়ার ফিল্টার ঠিক না থাকলে বাতাসের সঙ্গে ইঞ্জিনে ময়লা, ধূলিকণা ঢুকে যেতে পারে। ধূলিকণা পিস্টনের মাথা এবং পিস্টনের রিংগুলোয় দাগ ফেলবে। ফলে ইঞ্জিনে উৎপাদিত শক্তির অপচয় ঘটবে। একই সঙ্গে ইঞ্জিনে অতিরিক্ত কার্বন তৈরি হবে। তাই নির্দিষ্ট কিলোমিটার চালানোর পর এয়ার ফিল্টার পরিবর্তন করে ফেলা উচিত।

অয়েল ফিল্টার: অয়েল ফিল্টারের একাধিক লেয়ার আপনার অয়েল থেকে ধাতব কণা ও বাইরে থেকে আসা দূষণগুলোকে ছেঁকে আলাদা করে ফেলে। এই ফিল্টারে বেশি ময়লা জমে আটকে গেলে, ইঞ্জিন অয়েল খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই প্রয়োজন হলে অয়েল ফিল্টার পরিবর্তন করুন।

বিজ্ঞাপন

টায়ার এবং টায়ার প্রেশার: দীর্ঘ পথের যাত্রায় মোটরসাইকেলের টায়ার চেক করুন। টায়ারে ফাটল, ফোলাভাব বা অন্য কোনও সমস্যা থাকলে দ্রুত প্রতিস্থাপন করুন। পাশাপাশি নির্ধারিত পিএসআই অনুযায়ী বাতাস দিন।

বিজ্ঞাপন

বাইক পুরোপুরি পরিষ্কার করুন: মাঠ-ঘাট, ধুলা ও বৃষ্টির ধকলের কারণে মোটরসাইকেলে ময়লা জমে থাকতে পারে। ভালোভাবে ধুয়ে ফেলুন এবং পলিশ করুন, যাতে বাইক ঝকঝকে হয় এবং মরিচা লাগার সম্ভাবনা কমে যায়।

ব্যাটারির পরীক্ষা ও চার্জ নিশ্চিত করুন: মোটরসাইকেলের ব্যাটারি ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যাটারিতে সব সময় পর্যাপ্ত চার্জ রাখতে হবে। অতিরিক্ত হর্ন ও লাইট ব্যবহারে ব্যাটারির চার্জ কমে যেতে পারে। কিকস্টার্ট থাকুক বা না থাকুক, ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ রয়েছে কি না, তা অবশ্যই দেখে নিন। যদি না থাকে, তাহলে কোনো মেকানিকের কাছ থেকে সেটি চার্জ করানোর ব্যবস্থা করুন। 

ব্রেক সিস্টেমের অবস্থা দেখুন: ব্রেক শু বা ডিস্কে শব্দ বা ঘষা লাগলে অবিলম্বে সার্ভিসিং করান। ব্রেক অয়েলও পরীক্ষা করুন এবং প্রয়োজন হলে পরিবর্তন করুন।

চেইন লুব্রিকেশন করুন: বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো চেইন। তাই এ সময় চেইনের যত্ন একটু বেশি প্রয়োজন। দীর্ঘ পথের যাত্রায় চেইনে ধুলা ও ময়লা জমে শব্দ হতে পারে বা গতি কমে যেতে পারে। চেইন পরিষ্কার করে উপযুক্ত লুব্রিক্যান্ট লাগান।

লাইট ও বৈদ্যুতিক সিস্টেম পরীক্ষা করুন: হেডলাইট, টেইল লাইট, ইন্ডিকেটর ও হর্ন ঠিকঠাক কাজ করছে কি না নিশ্চিত করুন। সমস্যা থাকলে দ্রুত ঠিক করুন।

ড্রাইভিং কাগজপত্র আপডেট রাখুন: লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ইনস্যুরেন্সের কাগজপত্র আপডেট আসে কি না দেখুন। রাস্তায় চেকের সময় এগুলো কাজে লাগবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission