শেরপুরের নকলা উপজেলায় বৃষ্টির মধ্যে খেতে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি ওই গ্রামের খোকা মিয়ার স্ত্রী মোছা. লিজা বেগম (২৮)।
স্থানীয়রা জানান, বাজারে বেগুন বিক্রির জন্য মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী দুজন মিলে বাড়ির উত্তরপাশের খেতে বেগুন তুলে যায়। তবে সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বেগুন তোলার সময় স্ত্রী লিজা বেগুন তুলতে তুলতে স্বামী খোকার সামনে চলে যায়। পরে দুপুরে লিজার ওপর বজ্রাঘাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার জানান, এ ঘটনায় নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।