• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

শ্বশুরবাড়িতে বিষপানে জামাইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৩, ১০:০৫
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিষপানে জামাইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ জুলাই) সকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৯ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই ইউনিয়নের ধলেশ্বর গ্রামের মো. আবুল খায়ের মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে রাসেল পরিবার নিয়ে তার শ্বশুরবাড়ি হিরাপুর গ্রামে বেড়াতে যায়। পরে বিকেলের দিকে সে সবার অজান্তে বিষপান করে। এ সময় শ্বশুরবাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এ সময় সন্ধ্যায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, রোববার বিকেলে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বিষপানে জামাইয়ের আত্মহত্যা খবরটি শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর বিষপান
ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের বিষপান, অতঃপর...
ব্রাহ্মণবাড়িয়ায় বিষপানে ২ শিশুসহ মায়ের মৃত্যু
শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত