ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ জুলাই ২০২৩ , ১০:৩৩ এএম


loading/img
প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিয়ের দাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীর বাড়িতে অনশন করছেন এক স্কুলছাত্রী। 

বিজ্ঞাপন

রোববার (১৬ জুলাই) উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণপাড়া গ্রামে অনশন করছেন ওই ছাত্রী। 

অভিযুক্ত প্রেমিক উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর দক্ষিণপাড়া গ্রামের লালু মিয়ার ছেলে নাহিদ হাসান। তিনি এবার এসএসসি ফলপ্রার্থী। 

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নাহিদ হাসানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। 

অনশনে থাকা ছাত্রী জানান, এক বছর আগে নাহিদের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের সুবাদে আমাকে নাহিদ বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। নাহিদ জানিয়েছিল, এসএসসি পরীক্ষা শেষে আমাকে বিয়ে করবে। কিন্তু এসএসসি পরীক্ষার পর নাহিদ আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। তবে এই বিষয়টি মা জেনে গেলে আমি নাহিদের বাড়িতে চলে আসি। 

অভিযুক্ত নাহিদের বাবা লালু মিয়ার জানান, আমার ছেলে বাড়িতে নেই। কীভাবে এত ছোট মেয়ে বাড়িতে বিয়ের দাবিতে এসেছে, তা বুঝতে পারছি না। ছেলে মেয়ে উভয়ের বয়স কম, মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। 

বিজ্ঞাপন

মিঠাপুকুর থানার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, রোববার বিকেলে খবরটি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |