ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৭ জুলাই ২০২৩ , ১১:২০ এএম


loading/img

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ জুলাই) সকালে উপজেলার খয়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু বাড়ি ঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি কাশিয়ানী উপজেলার খয়েরহাট গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের ছেলে আব্দুল মান্নান শেখ (৬৫)।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলা সদরের খায়েরহাট গ্রামের দুই চাচাত ভাই আবদুল মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান গ্রুপের রঞ্জু শেখ ও হেমায়েত গ্রুপের রাসেল শেখের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় উভয়পক্ষ দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জেরে সোমবার সকালে দুই গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এদিকে প্রতিপক্ষের লোকজন আবদুল মান্নান শেখকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংঘর্ষে উভয়পক্ষের আরও ১০ জন আহত হন ও বেশ কয়েকটি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। 

কাশিয়ানী থানার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম জানান, সোমবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |