খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ চলছে
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় দুই দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। আর পূর্ব ঘোষিত শান্তি সমাবেশের জন্য একই সময় শহরের নারকেল বাগান এলাকায় জেলা কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুই পক্ষ শহরের শাপলা চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। তবে এখনও সংঘর্ষ চলছে।
মন্তব্য করুন