• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ফুটবল খেলতে গিয়ে ঘাড় মটকে মাদরাসাছাত্রের মৃত্যু 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২৩, ১৪:৫২
ফুটবল খেলতে গিয়ে ঘাড় মটকে মাদরাসাছাত্রের মৃত্যু 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফুটবল খেলতে গিয়ে ঘাড় মটকে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া গুচ্ছ গ্রামের মোহাম্মদ শাহজাহান সাজুর ছেলে মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৩)। তিনি মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, সিফাত সহপাঠীদের সঙ্গে গত শুক্রবার মিরসরাই বিসিক শিল্পনগরীর মাঠে ফুটবল খেলতে যায়। পরে ফুটবল খেলার এক পর্যায়ে বলের আঘাতে তার ঘাড় মটকে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। কিন্তু বুধবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিফাত আইসিইউতে মারা যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুয়া জন্মসনদে বিয়ে, কনের বাবা-মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ভাসানচর থেকে পালিয়ে আসা ৯ রোহিঙ্গা আটক
আমদানির ২২ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে