ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ধর্ষণের পর হত্যা, অভিযুক্তকে ফাঁসির আদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ , ০৬:০১ পিএম


loading/img
অভিযুক্ত কানাই মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শিশু জয়নব আক্তারকে (৯) অপহরণের পর ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত কানাই মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কানাই মিয়া সরাইল উপজেলা পশ্চিম কুট্টাপাড়া এলাকার মৃত লিবু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর প্রতিবেশীর বাড়ি থেকে ফিরে আসার সময় নিখোঁজ হন জয়নব আক্তার। পরদিন ১৭ ডিসেম্বর বিকেলে বাড়ির পার্শ্ববর্তী একটি বাঁশঝাড় থেকে জয়নবের রক্তাত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়নবের মা ফেরদৌসী বেগম সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ কানাইকে গ্রেপ্তার করে।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে কানাই জানায়, সে জয়নবকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে মারধর করে জোরপূর্বক ধর্ষণের পর গলাটিপে তাকে হত্যা করে। পরে জয়নবের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ফেলে আসে।

মামলার আইনজীবী সৈয়দ মেরাজুল ইসলাম জানান, নৃশংসভাবে জয়নব হত্যাকাণ্ডের ঘটনায় আসামি কানাইয়ের জবানবন্দির প্রেক্ষিতে আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এতে আমরা ন্যায়বিচার পেয়েছি। এ রায়ে বাদীপক্ষের লোকজন সন্তুষ্ট।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া আদালতের পরিদর্শক দিদারুল আলম জানান, শিশু ধর্ষণের ঘটনায় আদালত একজনকে ফাঁসির রায় দিয়েছে। দণ্ডপ্রাপ্তকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |