ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাবা-ছেলে হত্যা মামলায় ৪ আসামি রিমান্ডে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ জুলাই ২০২৩ , ০৪:৫৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবা-ছেলে হত্যা মামলায় চার আসামিকে রিমান্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (২৪ জুলাই) দুপুরে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা-ছেলে হত্যা মামলার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামীকাল তাদেরকে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

রিমান্ডে থাকা চার আসামি হলেন- উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের ছাত্তার মোল্লার ছেলে মামলার প্রধান আসামি ঠান্ডু মোল্লা (৪৫), তার ভাই চাঁদ মোল্লা (৩৫), একই গ্রামের ওসমান আলীর ছেলে আনছার আলী (৫৫) ও আলী আজগরের ছেলে রুহুল আমিন (৩৫)।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিকসহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার ৩২ আসামি তিন দফায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |