ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা 

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ , ১২:২১ পিএম


loading/img
ফাইল ছবি

নাটোরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিঠুন আলীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুলাই) নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাত ১২টার দিকে আহত মিঠুর ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা করেন। রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজানকে প্রধান আসামি করে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জন।

বিজ্ঞাপন

আহত মিঠুনের স্বজনরা জানান, মিঠুন রোববার (২৩ জুলাই) রাতে ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে সভা শেষে কর্মীদের নিয়ে বাড়ি ফিরছিল। পরে বলারী পাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের চোখেমুখে মরিচের গুঁড়া মেশানো পানি ছিটিয়ে দেয়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে মিঠুনের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে ও পাঁচজনকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ সময় সেখানে মিঠুনের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, সোমবার রাতে ভুক্তভোগীর ভাই এই মামলা দায়ের করেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |