ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ , ১১:০২ এএম


loading/img
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাসের ধাক্কায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ভোরে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়ে পড়ে আছেন এমন খবর পাই। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। কোন বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন সেটাও জানা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |