ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

‘দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই’

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ , ০৫:১২ পিএম


loading/img
ফাইল ছবি

দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ জুলাই) শরীয়তপুরের সখিপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া এক কথা নয়। শেখ হাসিনা গরিব দুঃখী ও মেহনতি মানুষের সুখের জন্য কাজ করেন আর বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়ে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন। শেখ হাসিনার দয়ায় বেগম খালেদা জিয়া বাড়িতে আছেন।  শেখ হাসিনা হচ্ছেন মানবতার নেত্রী আর বেগম জিয়া হচ্ছেন মানবতাবিরোধী নেত্রী, যিনি ক্ষমতার লোভে আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে হত্যা করেছিলেন।  তাই দেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সখিপুরের ৯টি ইউনিয়নের ১০৫টি দরিদ্র পরিবারের মধ্যে ২ বান্ডিল করে ৯ ফুটি ২১০ বান্ডের টিন ও ৬ হাজার করে ৬ লক্ষ ৩০ হাজার টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ অর্থ প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সখিপুর থানা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের  নেতৃবৃন্দ এবং  ইউনিয়ন পরিষদগুলোর জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |