ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে সাপের কামড়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৩১ জুলাই) চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেলে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম কাকন শিকদার কানন (৩৪)। তিনি চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
বিজ্ঞাপন
চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রোববার (৩০ জুলাই) বিকেলে কাকন বাড়ির রান্নাঘরে কাজ করতে যান। এ সময় সাপের ছোবলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।