ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সাপের কামড়ে ইউপি সদস্যের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩১ জুলাই ২০২৩ , ০৮:২৭ এএম


loading/img

ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নে সাপের কামড়ে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩১ জুলাই) চর বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার বিকেলে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম কাকন শিকদার কানন (৩৪)। তিনি চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রোববার (৩০ জুলাই) বিকেলে কাকন বাড়ির রান্নাঘরে কাজ করতে যান। এ সময় সাপের ছোবলে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |