আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৃথক স্থানে অভিযান চালিয়ে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের সদর থানা পুলিশ।
শুক্রবার (৪ আগস্ট) জেলার সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় গোপালগঞ্জ থানা ও তদন্ত কেন্দ্র এলাকা থেকে এসব আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আসামিরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার পাচুড়িয়া গ্রামের কাওসার খানের ছেলে তুহিন খান (২৫), ডুমদিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে রাসেল গাজী (২০), তেলিগাতী গ্রামের হাফিজুর রহমান শেখের ছেলে মোস্তাফিজুর ওরফে লিমন ওরফে ইমন (২৬), বনগ্রাম গ্রামের মৃত: আয়তাল হক সিকদারের ছেলে ইমরান সিকদার (৫০), ছোটন শিকদার (৪৫) ও সুলতানশাহী গ্রামের মোজাফপর সরদারের ছেলে মো: কামরুল সরদার (৩৫)।