টানা বর্ষণের কারণে রাঙ্গামাটিতে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারী লোকজনকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে ও সতর্ক থাকার জন্য নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন।
রোববার (৬ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, রূপনগর, লোকনাথ মন্দির, ভেদভেদি মুসলিম পাড়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনদের মাইকিং করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে।
জানা গেছে, পাহাড়ের পাদদেশে বসবাসরতদের জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি শহরের ৯টি ওয়ার্ডে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, টানা বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। এই জন্য রাঙ্গামাটি পৌর এলাকা ও উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকেও একই নির্দেশনা প্রদান করা হয়েছে। যাতে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়।
তিনি আরও জানান, আমি চাই না, দুর্যোগের কারণে কারও কোনো ক্ষতি হোক। কেউ আহত বা নিহত হোক সেটা আমরা কোনোভাবেই কামনা করি না। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে বসবাসকারী লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্র অথবা রাঙ্গামাটি জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্রে সরে যেতে হবে।