ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

বরগুনায় নদ-নদীর পানি বিপৎসীমার ওপর, বাঁধ ভাঙার আশঙ্কা 

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ আগস্ট ২০২৩ , ১১:১২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে বরগুনায় নদ-নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

রোববার (৬ আগস্ট) বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) পরিমাপক মাহাতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বরগুনার প্রধান তিন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বরগুনা পয়েন্টে ৮ সেন্টিমিটার ও পাথরঘাটা পয়েন্টে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞাপন

বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান রাজা জানান, মাঝের চরের বরগুনা অংশের কিছু এলাকার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। 

পানি পরিমাপক মাহাতাব হোসেন জানান, খাকদন নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকালের তুলনায় সাত সেন্টিমিটার বেশি বৃদ্ধি পেয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |