ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভুয়া ওয়ার্ক পারমিটে মার্কিন ভিসা নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

রোববার, ০৬ আগস্ট ২০২৩ , ০৯:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দালালদের মাধ্যমে টাকার বিনিময়ে ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে যুক্তরাষ্ট্রের ভিসা গ্রহণের চেষ্টার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

রোববার (৬ আগস্ট) ডিবির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের একটি টিম গত বৃহস্পতিবার গুলশানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- সাফুয়ান সরকার, ফখরুল ইসলাম ও মামুনুর রহমান। গ্রেপ্তারের সময় তাদের থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড জব্দ করা হয়েছে। তারা আমেরিকান ভিসা পাওয়ার জন্য স্থানীয় এজেন্সি বা দালালদের সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী স্থানীয় এজেন্সি বা দালালরা আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাহায্যে ভুয়া ওয়ার্ক পারমিট ও অন্যান্য জাল কাগজপত্র তৈরি করেন। এরপর তৈরিকৃত জাল কাগজপত্রগুলো ভিসা প্রত্যাশীদের সরবরাহ করেন।

মো. নাজমুল হক আরও বলেন, কাগজপত্র নিয়ে ভিসা প্রত্যাশীরা মার্কিন দূতাবাসে পাসপোর্ট জমা দেন। দূতাবাস কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই শেষে দেখতে পায় যে, ভিসা প্রত্যাশীদের কাগজপত্র জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। এ বিষয়ে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে গুলশান থানায় একটি মামলা করা হয়। মামলার পরপর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |