রাজধানীতে মামা বাদশা মিয়ার দোকানের মালামাল চুরি করে ভাগ্নে মোহাম্মদ আলমগীর (৩৩) ও তার সহযোগী মো. আবু জাফরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) দুপুরে মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানের টুইন টাওয়ার থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন বলেন, গ্রেপ্তার আলমগীর আট বছর ধরে তার মামা বাদশা মিয়ার দোকানে চাকরি করেন। গত ১৭ জুলাই বাদশা মিয়া দোকানে এসে দেখেন দোকান থেকে ৫০০ প্যাকেট বেনসন ও ৪৮০ প্যাকেট মার্লবোরো সিগারেট চুরি হয়েছে। আলমগীরও তখন দোকানে নেই। এরপর কয়েকবার ফোন করে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তিনি নিশ্চিত হন যে, আলমগীরই সিগারেট চুরি করে পালিয়েছেন। এ ঘটনায় তিনি মামলা করলে গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সহযোগী আবু জাফরকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, আলমগীরের কাছ থেকে চোরাই সিগারেট কিনে নেন আবু জাফর। গ্রেপ্তারের সময় তার কাছে থাকা ১২০ প্যাকেট বেনসন এবং ১৮ প্যাকেট মার্লবোরো সিগারেট উদ্ধার করা হয়েছে।