ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ১২:২৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরামকে খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি নান্টু এবং এজাহারভুক্ত তিন নম্বর আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরে হড়গ্রাম এলাকার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার রাতে নওগাঁ সদর থানার রামরায়পুর আড়ারাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। 

বিজ্ঞাপন

এ বিষয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার পরে গোপনে ভ্যানযোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেন। এরপর গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, রাজশাহী নগরীর তালাইমারী এলাকায় সম্প্রতি নান্টু তার স্ত্রীকে মারধর করলে প্রতিবেশী আকরাম প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নান্টু ও তার সহযোগীরা আকরামের মেয়েকে উত্ত্যক্ত করতে শুরু করেন।
 
গত বুধবার রাতে আকরাম বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে নান্টু ও তার সহযোগীরা আকরাম এবং তার ছেলে হাসান ইমামের ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আকরামকে মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় নিহতের ছেলে হাসান ইমাম বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় মরদেহ সামনে রেখে স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

আরটিভি/এএএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |