‘শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় না আনলে অপশক্তি মাথাচাড়া দেবে’

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৪ আগস্ট ২০২৩ , ০৮:১১ পিএম


এমপি মোরশেদ আলম

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে না পারলে আবারও অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

বিজ্ঞাপন

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে কাঙ্গালী ভোজের জন্য ১৫টি গরু হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এমপি মোরশেদ আলম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জের। এই নির্বাচনে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে না পারলে দেশের উন্নয়ন ব্যহত হবে এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের মতো আবারও এ দেশে অপশক্তিরা মাথাচাড়া দিয়ে উঠবে।

তিনি দলের মধ্যে সব ধরনের দ্বিধা-বিভক্তি ভুলে একসঙ্গে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবিরসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে এদিন সেনবাগ থানা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে নতুন পুলিশ-ভ্যান প্রদান করেন এমপি মোরশেদ আলম। এ সময় নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও এএসপি বেগমগঞ্জ সার্কেলসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission