• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৩, ০৮:৫৬
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম এক দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক দিনের জন্য আমদানি-রপ্তানি না করার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে চিঠির মাধ্যমে আগেই জানানো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুই দেশের মধ্যে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ওসি হাসান আহমেদ ভূঁইয়া জানান, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে এ বন্দর দিয়ে এক দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর পুনরায় মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। স্থলবন্দর বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে আলু-পেঁয়াজের দাম
৩০০ কোটি টাকা পাচার, হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
জয়পুরহাট সুগার মিলসে আখ মাড়াই শুরু