ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ভাসতে দেখলেন সাংবাদিকরা

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ০৪:৫০ পিএম


loading/img

জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে রৌমারি বিলে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (১৯ আগস্ট) মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টার দিকে ওই বিলে মরদেহ ভাসতে দেখেন সাংবাদিকরা। শুক্রবার বিকেলে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।

নিহত ব্যক্তি জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে সৌহার্দ্য (১৬)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রৌমারি বিলে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসেন। সৌহার্দ্য শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে গিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। পরে আর তার কোনো সন্ধান মেলেনি। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। পরে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার দুপুর ২টার দিকে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |