জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে রৌমারি বিলে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টার দিকে ওই বিলে মরদেহ ভাসতে দেখেন সাংবাদিকরা। শুক্রবার বিকেলে গোসল করতে নেমে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়।
নিহত ব্যক্তি জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে সৌহার্দ্য (১৬)।
স্থানীয়রা জানান, রৌমারি বিলে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘুরতে আসেন। সৌহার্দ্য শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় বন্ধু-বান্ধবদের সঙ্গে ঘুরতে গিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। পরে আর তার কোনো সন্ধান মেলেনি। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। পরে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভাসতে দেখে স্বজনদের সংবাদ দেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার দুপুর ২টার দিকে সৌহার্দ্যের মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।