ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

‘সাংবাদিক পরিচয় দিতে লাগবে সনদ’

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৯ আগস্ট ২০২৩ , ১১:৪৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

সারা দেশের সাংবাদিকের ডেটাবেইস তৈরির কাজ চলছে, বার কাউন্সিলের মতো প্রকৃত সাংবাদিকদের সনদ দেওয়া হবে, ওই সনদধারীরাই সাংবাদিক পরিচয় দিতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

বিজ্ঞাপন

শনিবার (১৯ আগস্ট) পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালাশীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সারা দেশে কম-বেশি ৫০ হাজারের মতো সাংবাদিক আছে। মফস্বল সাংবাদিকদের ডেটাবেইস তৈরির জন্য জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। গত এক বছরে মাত্র ২৭টি জেলার সাংবাদিকদের আবেদন পেয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডেটাবেইস তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বার কাউন্সিলের মতো প্রকৃত সাংবাদিকদের সনদ দেয়া হবে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি পাস। তবে বিশেষ ক্ষেত্রে সাংবাদিকতায় পাঁচ বছর অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত কিছুটা শিথিল থাকবে।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেওয়া হলে সেখানে রায়ে শুধু তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে পাঁচ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের সহযোগিতায় সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এতে মূল আলোচক ছিলেন কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |