ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২০ আগস্ট ২০২৩ , ১২:১৮ পিএম


loading/img
নিহত ব্যক্তি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে স্ত্রীর পরকীয়া প্রেমিকের ধারালো কাঁচির আঘাতে এক দুবাই প্রবাসী নিহত হয়েছেন।  

বিজ্ঞাপন

রোববার (২০ আগস্ট) সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২০ আগস্ট) রাতে ওই ইউনিয়নের মজিল হক বেপারী কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বেপারী কান্দি গ্রামের মুকবুল হক বেপারীর ছেলে আলাউদ্দিন বেপারী (৩৪)। অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল্লাহ মৃধা। তিনি আলাউদ্দিনের একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করেন।  

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে দুবাইয়ে থাকেন আলাউদ্দিন। গ্রামের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার (২৮) দুই ছেলে ও মেয়ে নিয়ে থাকেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সঙ্গে আব্দুল্লাহর যোগাযোগ বাড়ে। প্রায় এক মাস আগে আলাউদ্দিন দেশে ফেরার পর আবদুল্লাহ ও রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এতে আবদুল্লাহর ওপর ক্ষুব্ধ হন প্রবাসী আলাউদ্দিন। 

এদিকে বিষয়টি নিয়ে উভয়-পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করে স্থানীয় মুরব্বিরা। শনিবার (১৯ আগস্ট) আব্দুল্লাহর সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়ে আলাউদ্দিন। একপর্যায়ে হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করে আবদুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নেওয়ার পথে স্পিডবোর্ডে মারা যান তিনি। 

ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, শনিবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছ। তবে মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |