ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

বিছানা থেকে ঘুমন্ত শিশু উধাও, নদীতে মিলল মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৩ আগস্ট ২০২৩ , ০৯:১৬ এএম


loading/img

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নে কাঁচামাটিয়া নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের হীরাধর এলাকার কাঁচামাটিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশু ওই এলাকার জিয়াউল হকের মেয়ে লাইসা আক্তার ছোঁয়া (১০ মাস)।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, শিশু লাইসাকে ঘুম পাড়িয়ে মা পপি উঠান ঝাড়ু দিচ্ছিল। পরে বাবা জিয়াউল হক এসে মেয়েকে খাটের ওপর না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের কাঁচামাটিয়া নদীতে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ সময় পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |