নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় ডাস্টবিনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সজিব এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিকেলে উপজেলার মাসদাইর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার (২৩ আগস্ট) বিকেলে ওই বিদ্যালয়ের সামনের ডাস্টবিনের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশকে সংবাদ দিলে মরদেহটি উদ্ধার করেন।
উপপরিদর্শক সজিব বলেন, বুধবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতক শিশুটি ছেলে। শিশুটির বয়স একদিন হবে। কে বা কারা ডাস্টবিনে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।