ডেঙ্গুর প্রভাবে বাজারে লাগামহীন ডাবের দাম। কোনো কোনো এলাকায় আকারে বড় ডাবের দাম ছুঁয়েছে ‘ডাবল সেঞ্চুরি’র ঘর। অতীতের সকল রেকর্ড ভেঙেছে ডাবের দাম। রাজধানীর ঢাকা মেডিকেল, রমনা পার্ক, কারওয়ানবাজার ও পুরাণ ঢাকার লক্ষ্মীবাজার এলাকা ঘুরে দেখা যায় বাজারে ডাব থাকলেও দাম নাগালের বাইরে।
বিক্রেতারা বলছেন, মৌসুম না হওয়ায় এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাহিদার কারণে ডাবের দাম বেশি।
ক্রেতাদের দাবি, সিন্ডিকেট করে ডাবের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা। দাম বাড়াতে ডেঙ্গু ও সরবরাহ সংকটের অজুহাত দেখানো হচ্ছে। গত কয়েক সপ্তাহ জুড়ে অস্বাভাবিক এর দাম বাড়ায় ভোক্তা পর্যায়ে দেখা দিয়েছে ক্ষোভ।
এরই প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবার ডাবের আড়তে অভিযান চালিয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর কারওয়ানবাজারের ডাবের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত ডাব কেনা-বেচায় ক্যাশ মেমো না পাওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠান দুইটি হচ্ছে- মেসার্স নিউ কিসমত এন্টারপ্রাইজ ও এরশাদ এন্টারপ্রাইজ।
এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
অভিযানের পর উপস্থিত ক্রেতাদের মধ্যে ছোট ডাব ৪৫ টাকা, মাঝারি ডাব ৬০ টাকা এবং বড় ডাব ৭০ টাকা মূল্যে বিক্রি করা হয়।