নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকাগামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে সিমেন্টবাহী ভটভটির ধাক্কা লাগার পর বন্ধ রয়েছে ওই রুটে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে ফতুল্লা রেল স্টেশনের পাশে শিহাচর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ স্টেশন থেকে ঢাকার দিকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন ফতুল্লা রেল স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনের সিগনাল না মেনে সিমেন্টবাহী একটি ভটভটি অনুমোদনহীন ক্রসিংয়ের ওপর দিয়ে দ্রুত গতিতে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের তেলের ট্যাংক ফেটে যায় এবং বিকট শব্দে চালকসহ দূরে ছিটকে পড়ে ভটভটি।
বিষয়টি নিশ্চিত করে চাষাঢ়া রেলস্টেশন মাস্টার সামসুল মো. খাজা সুজন বলেন, ট্রেনটি ফতুল্লা রেলস্টেশনে রাখা হয়েছে। ঢাকার কমলাপুর থেকে আরেকটি ইঞ্জিন পাঠানোর প্রক্রিয়া চলছে। ইঞ্জিন আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি বলেন, যে স্থানটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি অবৈধ রেলক্রসিং। এই অবৈধ ক্রসিং ব্যবহারের কারণেই ভটভটির ধাক্কায় ট্রেনের ইঞ্জিনের ক্ষতি হয়েছে। ট্রেনের সব জ্বালানি তেল পড়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ বলেন, ঘটনাস্থলে নিরাপত্তার জন্য পুলিশ পাঠানো হয়েছে।