যশোরের বেনাপোলে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার (২৭ আগস্ট) বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রেশমা সালাম। অভিযুক্ত ব্যক্তির নাম আবদুস সালাম (৩৫)। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছে।
স্থানীয়রা জানান, সালামের দ্বিতীয় স্ত্রী রেশমা। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। শনিবার (২৬ আগস্ট ) রাতে সালাম বাড়ি এসে তার ঘুমন্ত স্ত্রী রেশমাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, শনিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক সালামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।