জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা ও মাসব্যাপী শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিবের আয়োজনে এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এ সময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসন ময়মনসিংহের সংসদ সদস্য মনিরা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে দুই হাজার দুস্থ ও সাধারণ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।