বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃতরা হলেন, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লেবুখালী গ্ৰামের আলেয়া বেগম (৫০), বাকেরগঞ্জ উপজেলার হেলেনা বেগম (৫০) ও পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কাউখালীর বালিহারি গ্ৰামের আসমা (৩০)।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৭ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশালে ৯৬ জন, পিরোজপুরে ৬৩ জন, পটুয়াখালীতে ৯১ জন, বরগুনা ৬১ জন, ঝালকাঠিতে সাতজন ও ভোলায় ৩৯ জন।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪ হাজার ৯৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪২ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন।