ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ১২:৩০ পিএম


loading/img
আহত ব্যক্তিরা

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রায় আরও ১০ জন। 

বিজ্ঞাপন

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চাল্লিভাঙ্গা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নিজাম সরকার (৩৫) মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামের বাসিন্দা । তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। 

বিজ্ঞাপন

আহতরা হলেন, মো. রমজান (৩৫), মো. খালেদ হাসান (১৯), মো. হানিফ (৪৫), মো. দেলোয়ার (৩২), মো. ইব্রাহীম (২৮), মো. ওয়াসিম (৩৫), মো. আনিস সরকার (২৫), মো. সুমন (২৪), মো. টিটু (৩০), মো. শাকিল (২২)।

নিহতের বন্ধু নিজামুদ্দিন জানান, সোমবার সকালে ওই বাজারে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি ও মেঘনা থানার চেয়ারম্যান মো. শফিক গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষে প্রায় ১১ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম মারা যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সোমবার সকালে আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় নিজাম নামে একজন নিহত হন। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |