ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ , ০২:২৩ পিএম


loading/img

দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র নারীদের জন্য ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের বাড়ি থেকে কালো বাজারে ক্রয় করা ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক মঞ্জুরুল ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

জানা গেছে, সরকারি বরাদ্দ ভিডব্লিউবি কর্মসূচির চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের পর কয়েকজন মিলে কিনে মঞ্জুরুল ইসলামের বাড়িতে মজুত করে রাখা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পান এবং চালের বস্তা জব্দ করে থানায় নিয়ে যান।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বেশির ভাগ উপকারভোগীরা চাল ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কালো বাজারে ক্রয় করা ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে, যা এক বস্তায় ৩০ কেজি হিসেবে ২ হাজার ৮৫০ কেজি চাল জব্দ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |