ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

এলজিইডিতে নিয়োগ পেলেন সেই ভ্যান চালক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ , ১১:৩৩ পিএম


loading/img
ছবি : আরটিভি

মিস্টার আলী। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামে। পেশায় ভ্যানচালক। এলাকার রাস্তাঘাটে খানাখন্দ সংস্কার করা তার নেশা

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে স্ব-উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ করছেন তিনি। এরপর তাকে নিয়ে প্রতিবেদন প্রচার করে আরটিভি।

মিস্টার আলীকে এবার গ্রামীণ সড়ক সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএসের (লেবার কনট্রান্টিং সোসাইটি) সুপার ভাইজার হিসেবে নিয়োগ দিয়েছে এলজিইডি।

বিজ্ঞাপন

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে মিস্টার আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী।

এজিইডিতে কাজের সুযোগ পাওয়ার পর মিস্টার আলী বলেন, ‘এটা হ্যামার জন্য সুখবর, বাড়ির লোকজন সবাই খুশি।’ এখন যে কাজ দিবে স্যারেরা, সেটা করবযেখানে যে কাজে পাঠায়বে, সেটায় করব

মিস্টার আলী আরও বলেন, ‘হ্যামি তো ম্যালাদিন থ্যাকা রাস্তা ভাল করি, টিভিতে পেপারে তুল্যা ধরার ল্যাগা, স্যারের গো চোখে পড়্যাছে, তাই কাজটা প্যানু

বিজ্ঞাপন

এ বিষয় চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী জানান, মিন্টার আলীকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। একজন ভ্যান চালকের স্ব-উদ্যোগে রাস্তা খানাখন্দ মেরামতের বিষয়টি জানতে পারি। পরে তার সম্পর্কে আরো খোঁজ খবর নিই। এরপর গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় এলসিএসের (লেবার কনট্রান্টিং সোসাইটি) সুপার ভাইজার হিসাবে নিয়োগ দেয়া হয়। গ্রামীণ রাস্তা সংস্কারের যে কাজ হয়, সেখানে নারী কর্মীরা মাটির উঠানোর কাজ করেন। সেই কাজই দেখাশোনা করবেন মিস্টার আলী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |