ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ , ০১:৪৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলায় একটি পারিবারিক কবরস্থান থেকে এক দিনে ৪টি কঙ্কাল চুরি হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন দেখতে পান পারিবারিক কবরস্থানের ৪টি কবরের মাটি খোঁড়া। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে দেখেন দেড় বছর আগে মারা যাওয়া আনোয়ার হোসেন (৭০), ২ বছর আগে মারা যাওয়া ফাতেমা বেগম (৯০), আড়াই বছর আগে মারা যাওয়া রেনু বেগম (৮০) ও ৭ মাস আগে মারা যাওয়া জমিলা খাতুনের (৮০) কঙ্কাল চুরি হয়ে গেছে।
 
আনোয়ার হোসেনের ভাই আবুল হাসেম বলেন, তাদের পারিবারিক কবরস্থান বাড়ি থেকে প্রায় ৮’শ গজ দূরে। সকালে খবর পান তার ভাইসহ মৃত ৪ জনের খবর খোঁড়া। পরে সেখানে গিয়ে দেখতে পান কবরে তার ভাইয়ের লাশের মাথার অংশটি নেই। এ ছাড়া অন্য তিনজনের পুরো কঙ্কালটি নেই।

বিজ্ঞাপন

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |