ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ , ০৬:১২ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ছাড়া নতুন করে আরও ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালীর বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুরের জাকেরের ডাঙ্গী গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।

বিজ্ঞাপন

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৪ জন রোগী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |