ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ , ১০:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে রাকিবুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। 

এর আগে, সকালে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুল ইসলাম ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মোবাইল ফোনে নিজেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানায় একাধিক জিডি হয়। জিডির পর গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত করে সদর উপজেলার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। গ্রেপ্তার করা হয় প্রতারক রাকিবুল ইসলামকে। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল স্বীকার করেছে যে, সে এর আগে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে বিভিন্ন জনের নিকট থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক ও পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আটটি মামলা রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |