ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পিকনিকে গিয়ে নৌকার ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৮:৩২ এএম


loading/img
প্রতীকী ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পিকনিকে গিয়ে নৌকার শ্যালো ইঞ্চিনে ওড়না পেঁচিয়ে মুন্নি খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হালতি বিলের ত্রিমোহনীর মাছের অভয়াশ্রমের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুন্নি উপজেলার খাজুরা গ্রামের মাংস ব্যবসায়ী মতিনের মেয়ে এবং খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা নৌকা নিয়ে পিকনিকে বের হয়। এ সময় দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন নৌকার ইঞ্চিনের কাছে বসে ছিল। হঠাৎ ওই ছাত্রীর ওড়না বাতাসে উড়ে ইঞ্চিনের চাকায় পেঁচিয়ে গেলে সে গুরুতর জখম হয়।

আহত অবস্থায় মুন্নিকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়।

বিজ্ঞাপন

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অন্য কোনো ঘটনা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |