ঢাকাবৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১

বসতঘর থেকে ২ মাসের শিশু চুরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:২০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঘর থেকে আজান নামের দুই মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৭টার দিকে পৌরসভার গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

আজান ওই এলাকার মো. শরীফের ছেলে।

বিজ্ঞাপন

চুরি হওয়া শিশুর মামা মো. মুক্তার হোসেন গণমাধ্যমকে জানান, সকালে শ্রাবণী বেগম তার দুই মাসের ছেলে আজানকে বসতঘরের খাটে ঘুমিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এ সময় ঘরের ভিতর অন্য কেউ ছিল না। বাড়ির অন্যরাও ঘরে ঘুমিয়ে ছিলেন। দরজা খোলা রাখার সুযোগে শিশুটিকে কেউ চুরি করে নিয়ে যান। পরে শ্রাবণী বেগম ঘরে এসে দেখেন শিশুটি ঘরে নেই।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |