ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

‘এখন খাব কী? কিস্তি দেব কী করে’

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ০৩:৫৮ এএম


loading/img
ছবি: সংগৃহীত

‘ওই ভ্যানই আমাদের সব। ভ্যান চালিয়েই প্রতিদিন চাল-ডাল কিনত। এখন খাব কী? আর কিস্তি দেব কী করে’ কেঁদে কেঁদে বলছিলেন আশরাফুলের স্ত্রী শেফালী খাতুন।

বিজ্ঞাপন

মো. আশরাফুল আলম (৪৬)। বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে। ভ্যান চালিয়ে স্ত্রী শেফালী খাতুনকে নিয়ে ভালই চলছিল সংসার।

কিন্তু দু’দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে থমকে গেছে জীবনের চাকাও। কারণ, হারিয়ে গেছে উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি।

বিজ্ঞাপন

আশপাশের এলাকা ও বিভিন্ন হাটবাজারে খোঁজাখুঁজি করেও মেলেনি ভ্যানের সন্ধান। ভ্যান হারিয়ে অসহায় হয়ে পড়েছেন মো. আশরাফুল আলম (৪৬)। শুধু আশরাফুলই নন। ভেঙে পড়েছেন তার স্ত্রী শেফালী খাতুনও।

এখন কোথায় যাবেন, কী করবেন, কী খাবেন—এই ভেবেই দিন কাটছে তাদের।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) আশরাফুল গণমাধ্যমকে জানান, মাত্র চার মাস আগে একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেছিলেন। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে ঋণের কিস্তির টাকা দিতেন। চলতো দু’জনের সংসার।

বিজ্ঞাপন

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হাঁসদিয়া চর থেকে চুরি হয়ে গেছে ভ্যানটি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

যদুবয়রা ইউনিয়ন পরিষদের (ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, পরিবারটির খোঁজ নিয়েছি। ভ্যানটি হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। ইউনিয়ন পরিষদ থেকে সাধ্যমতো সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |