ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ১০:৪৫ এএম


loading/img

নড়াইলের কালিয়ায় বিলে ঘাস কাটার সময় বজ্রপাতে আকরাম ফকির (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাটেশ্বরী বিলে এ ঘটনা ঘটে। আকরাম ফকির উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আকরাম ফকির পাশের পাটেশ্বরী বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান আকরাম। বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসেন।

বিজ্ঞাপন

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |